চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সোনা উদ্ধার
রেজাউল || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১০ লাখ টাকা মূল্যের দুটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুবাই থেকে আসা মোহাম্মদ হাসান নামের এক যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উপকমিশনার মিনহাজ উদ্দিন সোনার বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করে তল্লাশি করা হয়।
এই সময় ওই যাত্রীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ জুন ২০১৫/রেজাউল/রণজিৎ
রাইজিংবিডি.কম